Apan Desh | আপন দেশ

ঢাকাসহ তিন বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪৮, ২৭ মার্চ ২০২৫

ঢাকাসহ তিন বিভাগীয় শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিল

ছবি: আপন দেশ

বিএনপি সমর্থিত সংগঠন 'সবার আগে বাংলাদেশ' এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের ৩টি বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকার কনসার্টটি আয়োজন করা হবে মানিক মিয়া এভিনিউতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কনসার্ট আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

আরওপড়ুন<<>>রেমিট্যান্সে নতুন রেকর্ড

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সংস্কৃতি তুলে ধরা। স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকার কনসার্টে গান পরিবেশন করবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। এছাড়া চট্টগ্রামে থাকবে মাইলস, খুলনায় তাহসান, আসিফ, ওয়ারফেইজ আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্হানীয় শিল্পীরা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়