Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার দিল জেডআরএফ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৭, ২৮ মার্চ ২০২৫

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ঈদ উপহার দিল জেডআরএফ

ছবি: আপন দেশ

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এ স্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের সম্মানার্থে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টায় চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ গোলাম নাফিসের মা-বাবা ও শহীদ শাহীদুল ইসলামের মায়ের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। ২৫ মার্চ থেকে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

মহাখালিতে শহীদ নাফিসের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন>>>দৃষ্টি হারানো আমজাদ পেল তারেক রহমানের ঈদ উপহার

জেডআরএফের পরিচালক সাঈদ খান বলেন, তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। স্বেচ্ছাসেবকরা আহত ও নিহতদের পরিবারের কাছে উপহার পৌঁছে দিচ্ছেন। শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমানের চিঠি হস্তান্তর করছেন।

তিনি আরও বলেন, সারাদেশে একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। দুই-একদিনের মধ্যেই কার্যক্রম শেষ হবে। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এ প্রতিপাদ্যকে ধারণ করে জনসেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জেডআরএফ সারাদেশে মোট সাড়ে আটশত শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. ডোনার বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এর সদস্যদের চাঁদা ও অনুদান মানবসেবায় ব্যবহৃত হয়। দুর্যোগ-দুর্বিপাকের সময় জেডআরএফ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা দেয়া হয়েছে। সম্প্রতি ফেনীতে বন্যাদুর্গতদের মাঝেও ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়