
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের প্রয়োজন হলে জনগণের স্বার্থে তারা আবারও রাজপথে নামবে। দেশে কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর ১০০ ফিটের বেরাইদ এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আর কোনো চক্রান্ত সফল হতে দেয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেয়া হবে না।
আরও পড়ুন>>>কুমিল্লায় উপদেষ্টার কথায় প্রশাসন ওঠা-বসা করছে: রিজভী
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি এখন রাস্তায় নামে না। কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে। বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে।
তিনি আরও বলেন, বিএনপি নানা ক্ষেত্রে সংস্কার করেছে। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও একদলীয় শাসনব্যবস্থা বাতিল করাও বিএনপির অর্জন।
তিনি ১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন। বিএনপি নেতৃত্বে যে জনগণের বিরুদ্ধে অত্যাচার হয়েছে, গুম, খুন, মামলা হয়েছিল, তা এখনও মনে রাখা প্রয়োজন। কিন্তু আল্লাহ হাসিনাকে গুম করে দিয়ে দেশের মানুষের জন্য শান্তির সুযোগ সৃষ্টি করেছেন, যোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করে সুষ্ঠু নির্বাচন আয়োজন। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ বিএনপির সংগ্রাম সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।