Apan Desh | আপন দেশ

কারাগারের আ.লীগ নেতা-কর্মীর আবেগঘন ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ৩১ মার্চ ২০২৫

কারাগারের আ.লীগ নেতা-কর্মীর আবেগঘন ঈদ জামাত

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য মাঠে আয়োজন করা হয় ঈদের জামাত। এ জামায়াতেই দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা হয়। দীর্ঘ ৭ মাস পর পরস্পরকে দেখে আবেগাপ্লুত হয়েছেন-এমন তথ্য কারাসোর্সের।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন বন্দিদের জন্য সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তারা অন্তত একদিনের জন্য হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

ঈদে বন্দিদের জন্য বরাবরের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। কাল পাবেন পরিবার থেকে আসা খাবার। 

সোমবার (৩১ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কারাবন্দিদের ঈদের দিন সকাল শুরু হয়েছে মুড়ি ও পায়েস খেয়ে। সকালে তাদের জন্য পরিবেশন করা হয় মুড়ি, পায়েস ও সেমাই। দুপুরের খাবারে তাদের জন্য আয়োজন করা হয়েছে গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। যারা গরুর মাংস খান না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রয়েছে। রাতের খাবারে বন্দিদের জন্য পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

অন্যদিকে ঈদকে কেন্দ্র করে কারাগারে বন্দিদের জন্য আরও বিশেষ আয়োজন রয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন বন্দিরা স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে মোবাইল ফোনে স্বজনদের কথা বলার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। পাশাপাশি ওই দিন স্বজনরা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন, তবে তা কারা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে প্রবেশ করাতে হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়