Apan Desh | আপন দেশ

‘ইউনূস-মোদি বৈঠকে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ৪ এপ্রিল ২০২৫

‘ইউনূস-মোদি বৈঠকে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে’

থাইল্যান্ডে মোদি-ইউনূসের বৈঠকে প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানাতে গুলশানে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী দুজনই আন্তরিক ছিলেন। যা দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়বে।

এসির কার্টুনে মিলল তরুণীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মোদি-ইউনূসের বৈঠকে প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে দুদেশের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, ইউনূস ও মোদির বৈঠকটি একটি আশার আলো তৈরি হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়