
ইশরাক হোসেন। ফাইল ছবি
বিএনপির তরুণ রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব বলে হুঁশিয়ারি দেন তিনি।
আরওপড়ুন<<>>তারেক রহমান কবে আসবেন জানালেন মির্জা ফখরুল
শনিবার (০৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন।
পোস্টে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহবান জানান তিনি। ইশরাক হোসেন বলেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।