Apan Desh | আপন দেশ

গণহত্যার দায়ে আ.লীগকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৪৪, ৫ এপ্রিল ২০২৫

গণহত্যার দায়ে আ.লীগকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির

ছবি: আপন দেশ

আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (০৫ মার্চ) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ এ দাবি জানান।

তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা যায়। বিচারে যা হবে, তা এদেশের মানুষ মেনে নেবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। প্রত্যেক বিভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল করা যায়।

আরওপড়ুন<<>>চলতি বছরের মধ্যে নির্বাচন আদায় করে নেব, ইশরাকের হুশিয়ারি

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই তবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।

প্রধান উপদেষ্টা বার বার বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা বলেছেন মন্তব্য করে তিনি আরও বলেন, এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে, ডিসেম্বর থেকে জুন আবার বলা হয় জুন থেকে ডিসেম্বর।

ডিসেম্বরে  নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমাদের দাবির সঙ্গে হেফাজতে ইসলামের নেতারাও একমত হয়েছেন। এ সময় সালাহউদ্দিন আহমদ আলেম-ওলামাদের মামলা প্রত্যাহারের দাবি জানান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নায়েবে আমীর মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়