Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র‌্যালি 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০২, ৯ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র‌্যালি 

ফাইল ছবি

গাজা ও রাফায় ইসরাইলের গণহত্যা ও বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। প্রতিবাদ ও সংহতি জানিয়ে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) ঢাকা ও দেশের সকল মহানগরে র‌্যালির আয়োজন করবে দলটি।

বুধবার (০৯ এপ্রিল) দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকায় র‌্যালিটি বিকেল ৪টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এরপর এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন দেশের সকল মহানগরে বিএনপি’র মহানগর শাখাগুলো নিজ নিজ জায়গা থেকে একই ধরনের প্রতিবাদ ও সংহতি র‌্যালি করবে।

বিএনপি এ কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সাধারণ জনগণকে অংশগ্রহণের আহবান জানিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়