Apan Desh | আপন দেশ

মির্জা আব্বাসের বচন এবার ‘আ.লীগ নিষিদ্ধ’ নিয়ে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:১৫, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৫৩, ৯ এপ্রিল ২০২৫

মির্জা আব্বাসের বচন এবার ‘আ.লীগ নিষিদ্ধ’ নিয়ে

মির্জা আব্বাস।

আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না বিএনপি—এ বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে ১০-২০ বছরের জন্য নিষিদ্ধ করলেই তো হয়।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির জ্যেষ্ঠ নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীতের অভিজ্ঞতা ও আওয়ামী লীগের ভবিষ্যত প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, জামায়াতকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকে নিয়েও সে পথ অনুসরণ করলেই হয়। বিএনপি কোনোদিন বলেনি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। কিন্তু এখন অনেকে নিজেদের অপারগতা বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। কিছু ইউটিউবার বা মহল বিএনপিকে দায়ী করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, একটা দল যদি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলে তাহলে তার বিচার হওয়া উচিত। আইনের আওতায় এনে নিষিদ্ধ করলেই তো হয়। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই।

আরও পড়ুন>>>রূপান্তরকালীন সময় পার করছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণাও করেন মির্জা আব্বাস। বিশেষ করে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কঠোরভাবে অফিস নিয়মকানুন ঠিক রাখার চেষ্টা, করপোরেশনের দুরবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা ও দুর্নীতি রোধে ভূমিকার কথা জানান।

তিনি বলেন, আমি যখন মেয়র ছিলাম, তখন অফিসে লোক আসত না। আমি সকালে যেতাম, আটটার সময় তালা লাগিয়ে দিতাম অফিসে। এরপর ধীরে ধীরে নিয়মে ফিরল সবাই। এমনও সময় ছিল, বেতন দেয়ার টাকাও ছিল না। কিন্তু মেয়াদ শেষে আমি ১৪৭ কোটি টাকা রিজার্ভ রেখে এসেছিলাম। আমার পরে মাত্র দুই মাসেই সব শেষ হয়ে যায়।

৯১-এর বিএনপি শাসন সেরা সময় মনে করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ৯১-৯৬ সাল বিএনপির শাসনকাল ছিল সবচেয়ে সেরা সময়। তখনই দেশের জন্য ভালো সময় গেছে। এরপরে আর সেরকম গঠনমূলক রাজনীতি হয়নি। আবার ক্ষমতায় এলে বিএনপি চেষ্টা করবে আগের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির এগিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ থাকুক বা না থাকুক—সুষ্ঠু ভোট হলে বিএনপি-ই সরকারে আসত। আওয়ামী লীগ নেই বলে বিএনপি লাভবান হয়েছে—এ ধারণাটা ঠিক নয়। বিএনপি নিজের শক্তিতে শক্তিশালী।

এক প্রশ্নে মির্জা আব্বাস বলেন, দেশটা যদি কারো বাপের না হয়, তাহলে কার জন্য? আমার কাছে এটা অপমানজনক কথা। দেশটা আমাদের, আমাদের বাবার, দাদার। এটা নিয়ে ঠাট্টা করার কিছু নেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়