Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির র‍্যালি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৩, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:২৪, ১০ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির র‍্যালি

নয়াপল্টনে বিএনপির নেতা কর্মীরা।

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র‍্যালি করছে বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা ও প্ল্যাকার্ড। তারা ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’—এমন নানা স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন>>>‌‌‘ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই’

দলটির নেতারা জানান, ফিলিস্তিনে সাধারণ মানুষ ও শিশুদের ওপর চলমান হামলার প্রতিবাদেই এ কর্মসূচি। বিশ্বজুড়ে মানুষকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ র‍্যালি।

নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, র‍্যালিকে শান্তিপূর্ণ রাখতে নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়