
ছবি: আপন দেশ
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে দায়ের হওয়া ২২টি মামলায় ১৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৮৭ জন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ হাজার। এ ঘটনার নির্ভরযোগ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা ট্রাইব্যুনালে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারব।
আরও পড়ুন>>>শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মতবিনিময় সভায় জানানো হয়, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২২টি ‘মিস কেস’-এ ১৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আরও ৩৯টি মামলার তদন্ত চলমান রয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান ও সাইমুম রেজা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।