
জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি
যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে, দেশের সম্পদ লুট করেছে, তাদের কেন এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না? এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, নূন্যতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার।
আরওপড়ুন<<>>‘সংস্কার ছাড়া নির্বাচন হলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করা হলেও তাদের সুযোগ-সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
এ সময় সাবেক এমপি মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার সব অবৈধ সম্পদের হিসাব জনগণের সামনে আনার দাবিও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।