Apan Desh | আপন দেশ

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:১০, ১৪ এপ্রিল ২০২৫

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমীর

জামায়াতের আমীর

দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই।

সোমবার (১৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান লিখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভূত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।

আরও পড়ুন>>>‘আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেয়া হবে’

পত্রিকাটি এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। এদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে। জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

গত ৩০ মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি। পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা। এ কুকুরের ছবি দেয়ায় দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়