
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিলে এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার ঘটনায় বিএনপি নিজেই মামলা করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিএনপির কেউ নন।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মতিঝিল থানায় এ মামলা করেন। বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়।
বিএনপি জানায়, মতিঝিল থানার আওতাধীন এলাকায় দলের কোনো কমিটি নেই। নতুন কমিটি গঠনের কাজ চলছে সাংগঠনিক টিমের তত্ত্বাবধানে। সুতরাং কেউ বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন>>>নববর্ষে জাতির আকাঙ্ক্ষা ভোটাধিকার ফিরে পাওয়া: রিজভী
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও বলা হয়, ভিডিও ফুটেজে দেখা যাওয়া ওই চাঁদাবাজ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় মামলা করা হয়েছে। বিএনপি সবসময় আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল।
দলের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিএনপির অভিযোগ, সম্প্রতি বিভিন্ন এলাকায় তাদের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সাধারণ মানুষকে হয়রানি করছে। এ বিষয়ে দলীয়ভাবে নজরদারি বাড়ানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।