Apan Desh | আপন দেশ

দেশে ফিরে মির্জা ফখরুল বললেন ‘নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ এপ্রিল ২০২৫

দেশে ফিরে মির্জা ফখরুল বললেন ‘নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে বলে তারা আশা করছেন। ঐক্যের মাধ্যমে সব সমস্যার সমাধান আসবে। 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে। ঐক্য প্রতিষ্ঠিত হলে দেশের রাজনৈতিক সমস্যা সমাধান সম্ভব।

গত আগস্ট থেকে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার মাধ্যমে দুটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে নির্বাচন হতে পারে। তবে বিএনপি চায় সুনির্দিষ্ট তারিখ।

এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ এপ্রিল একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। আশা করা হচ্ছে, নির্বাচনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যাবে।

মির্জা ফখরুল এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। ১৬ এপ্রিল বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এবারের বৈশাখ নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে।

গত ৬ এপ্রিল সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তারপর থেকে প্রতিবছর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয় তাকে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়