Apan Desh | আপন দেশ

‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ১৫ এপ্রিল ২০২৫

‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না’

ফাইল ছবি।

আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান। এমন হুঙ্কার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তবে কাকে উদ্দেশ্য করে তার এ বার্তা তা উল্লেখ করেননি এ উঠতি রাজনীতিক। এর আগে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর ফেসবুকে লিখে ব্যাপক আলোচনায় এসেছিলেন হাসানাত আব্দুল্লাহ।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে তিনি এ সাবধানবাণী দিয়েছেন। 

আরও পড়ুন<<>> যারা দেশের সম্পদ লুট করেছে তাদের বিচার হচ্ছে না কেন: ফারুক

হাসনাত আব্দুল্লাহ লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

তিনি আরও বলেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি— অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই