
ফাইল ছবি।
আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান। এমন হুঙ্কার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তবে কাকে উদ্দেশ্য করে তার এ বার্তা তা উল্লেখ করেননি এ উঠতি রাজনীতিক। এর আগে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর ফেসবুকে লিখে ব্যাপক আলোচনায় এসেছিলেন হাসানাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে তিনি এ সাবধানবাণী দিয়েছেন।
আরও পড়ুন<<>> যারা দেশের সম্পদ লুট করেছে তাদের বিচার হচ্ছে না কেন: ফারুক
হাসনাত আব্দুল্লাহ লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।
তিনি আরও বলেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি— অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।