
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির থেকে বেশি সংস্কার আর কোনো দল করেছে বলে জানা নেই। সংসদীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবই বিএনপি প্রতিষ্ঠা করেছে সংস্কারের মাধ্যমে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যতবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, বিশ্বের আর কোথাও হয়নি। আরেকবার একটি সুযোগ তৈরি হয়েছে, কাজে লাগাই সবাই। কমিশনকে সহযোগিতা করছি, করবো।
সংস্কার সদা চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সংস্কারে এত বেশি সময় না দেই যাতে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। ভালো করার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারের দল বলে মন্তব্য এ জ্যেষ্ঠ বলেন, কেউ কেউ নানান কথা বলেছে, কেউ যখন সংস্কারের স উচ্চারণ করেনি তখন বেগম জিয়া ভিশন ২০৩০ দিয়েছিলেন।
দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে নজরুল ইসলাম বলেন, বিএনপির প্রস্তাবনায় সংস্কারের সবকিছুই বলা রয়েছে। এর থেকে ভালো হলে জনগণের স্বার্থে তা গ্রহণ করা হবে। বিএনপির তো একটি সনদ রয়েছেই। সংস্কারের পক্ষে বিএনপি। সব কিছুর মূলে জনগণ, তাদের সম্মতিতে সব হতে হয়।
তিনি বলেন, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপির ৩১-দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি।
তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান অংশ নেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।