Apan Desh | আপন দেশ

‘র’ এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত আবদুল্লাহ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:১৬, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:১৯, ১৭ এপ্রিল ২০২৫

‘র’ এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত আবদুল্লাহ

ফাইল ছবি।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘র’ এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না। তবে কাকে বা কাদের উদ্দেশ্য করে তিনি এ স্ট্যাটাস দিয়েছেন তার ব্যাখ্যা দেননি হাসনাত আবদুল্লাহ।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এদেশে দিল্লির দাসত্ব চলবে না। আবার অনেকে লিখেছেন, এদেশে আমরা আর কারো দাসত্ব মেনে নেব না। অনেকে আবার হাসনাত আব্দুল্লাহর এমন স্ট্যাটাসের ব্যাখ্যা দাবি করেছেন। কেউ কেউ সমালোচনাও করেছেন।

আরওপড়ুন<<>>‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না’

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টের পর দেশের রাজনীতিতে তা আলোচনার ঝড় তোলে।

পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়