Apan Desh | আপন দেশ

সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:২৪, ২০ এপ্রিল ২০২৫

সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন

ছবি : আপন দেশ

বিএনপি স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।  রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল, তা নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ করা যাবে আশা রাখি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজকের বৈঠকে সংবিধান এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে।

বিএনপির প্রতিনিধি দলে আছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন- কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপির প্রতিনিধি দল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়