
ছবি: আপন দেশ
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের (রওশন) নেতাকর্মীরা।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জাপার রওশনপন্থী নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্য ও দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ করে বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়া তিনি পদ বাণিজ্য করে দলকে ধ্বংস করেছেন।
আরওপড়ুন<<>>নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ
তারা আরও বলেন, শনিবার (১৯ এপ্রিল) দলীয় বর্ধিত সভায়ও তার গ্রেফতারের দাবি করা হয়। দুদক ইতোমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা অন্তর্বর্তী সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জি এম কাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।