Apan Desh | আপন দেশ

‘নির্বাচন বিলম্বিত হলে সংকট তৈরি হবে দেশে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২০ এপ্রিল ২০২৫

‘নির্বাচন বিলম্বিত হলে সংকট তৈরি হবে দেশে’

নুরুল হক নুর। ফাইল ছবি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী (ত্রয়োদশ) সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশে সংকট তৈরি হবে।

তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নুরুল হক নুর।

আরওপড়ুন<<>>নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ

আন্দোলন এখনও শেষ হয়নি মন্তব্য করে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে বসানোর প্রবণতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন। নির্বাচন পেছালে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এমনটাই মনে করেন তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়