Apan Desh | আপন দেশ

এ সময়টা আমাদের জন্য পরীক্ষার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৪০, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৪০, ২০ এপ্রিল ২০২৫

এ সময়টা আমাদের জন্য পরীক্ষার: মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এক ধরনের অস্থিরতা চলছে। এ সময়টা আমাদের জন্য এক পরীক্ষার সময়। পত্রিকা, টেলিভিশন, টকশো—সবখানেই অস্থিরতার চিত্র।

তিনি বলেন,  কিছু নির্ধারিত বিষয় অনির্ধারিত করে ফেলছি আমরা। এ অনিশ্চয়তা দেশের জন্য মোটেও শুভ নয়।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে এক আলোচনায় এসব কথা বলেন ফখরুল। জাতীয়তাবাদী শ্রমিক দল এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আজকে সংস্কার, নির্বাচন এ কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এ বিষয়গুলো আমরা মনে করি, সব রাজনৈতিক দল-গোষ্ঠী সবার দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যর সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।

সংগ্রাম এখনো শেষ হয়নি উল্লেখ তিনি বলেন, আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। সে জন্য আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

শনিবার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছাত্রদলকর্মী দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাদের একজন ছাত্রদলকর্মী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না। তবে এ কথা বলা যায়, যারা এ সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এ পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনো মতেই সংযুক্ত ছিল না।

মির্জা ফখরুল বলেন, আমরা ইচ্ছা হচ্ছিল নজরুল ইসলাম খান ভাইকে জিজ্ঞাসা করি এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের কথা আছে। কিন্তু এ সংস্কার কমিশনের মধ্যে এ নিয়ে কী আছে আমি জানি না। কৃষকরা তার পণ্যের ন্যায্যমূল্য পান না, পানি পান না যখন পানির প্রয়োজন হয় সেচের জন্য, তাদের (শ্রমিকদের) সমস্যার সমাধান হয় না, শ্রমিকদের সন্তানরা ভালো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলেও বই পায় না…সে কথাগুলো আলোচনা হয় না।

গত ১৫ বছরের আন্দোলন কতজন শ্রমিক আত্মহুতি দিয়েছেন, নির্যাতিত হয়েছেন তার তালিকা শ্রমিক দলের তৈরি করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়