
ছবি: আপন দেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) দলটির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের কথা জানান দলটির মহাসচিব সাজেদুর রহমান।
আরওপড়ুন<<>>‘নির্বাচন বিলম্বিত হলে সংকট তৈরি হবে দেশে’
বৈঠকে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী আমলে হেফাজতের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালে শাপলা চত্বরে গণগত্যার বিচার করতে হবে। নারী সংষ্কার কমিশনের ধর্মীয় বিধান, ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক বৈষম্য প্রস্তাব ও কমিশন বাতিল করতে হবে। না হলে ৩ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তানরে গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে ১ সপ্তাহ গণসংযোগ করবে দলটি। পাশাপাশি আগামী ২৫ এপ্রিল বাদ জুমআ প্রতি জেলা-উপজেলায় বিক্ষোভ করবে বলে ঘোষণা দেয় হেফঅজতের ইসলাম।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।