
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিশন। এরমধ্যে অনতিবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তবে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে কিছু গর্হিত বিষয় রয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (২০ এপ্রিল) রাতে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন তিনি। এক ঘণ্টায় স্ট্যাটাসটিতে ২৫ হাজারের বেশি মানুষ নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি দুই হাজারের বেশি মানুষ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন।
আরওপড়ুন<<>>হেফাজতে ইসলামের মহাসমাবেশ ৩ মে
ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে জামায়াত আমীর লিখেছেন, ‘গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত।’
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, ‘দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।
কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দেবে। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।’
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।