Apan Desh | আপন দেশ

বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৫০, ২২ এপ্রিল ২০২৫

বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির চলমান সংলাপের তৃতীয় দিনের শুরুতে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ।

আরওপড়ুন<<>>গাজী তানভীরকে অব্যাহতি দিল এনসিপি

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজকের বৈঠকে মূলত বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বিষয়ে আলোচনা হবে।

কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, বিএনপির সঙ্গে আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও সেসব সংস্কারের বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করছে। আজকের বৈঠকের মধ্য দিয়েই বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সমাপ্তি ঘটতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়