Apan Desh | আপন দেশ

আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:১৩, ২২ এপ্রিল ২০২৫

আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশ গ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

তারেক রহমান বলেন, প্রতিরোধভিত্তিক স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে আগামী দশ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। আমরা অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।

আরওপড়ুন<<>>বিচার বিভাগের স্বাধীনতায় অটল বিএনপি: সালাউদ্দিন আহমেদ

তারেক রহমান বলেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে। এখন পর্যন্ত দেশের উন্নয়ন-অগ্রগতিতে যতো কাজ হয়েছে, এর ৭০ ভাগই হয়েছে বিএনপি আমলে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমরা এখনও ‘টেইক ব্যাক বাংলাদেশ’সম্পূর্ণ অর্জন করতে পারিনি।

তিনি বলেন, দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, আমরা বলতে পারবো- এদেশের মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কমবেশি প্রতিষ্ঠিত হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, নারীর ক্ষমতায়ন যখন করতে পারবো, দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান করতে পারবো, তখনই আমরা বলতে পারবো- ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।

এর আগে প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ‘প্রশ্নোত্তর পর্বে’ অংশ নেন তিনি। এ সময় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়