
ছবি: আপন দেশ
সফররত চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
আরওপড়ুন<<>>নারী সংস্কার কমিশন বাতিলসহ প্রকাশ্যে বিচারের দাবি ফয়জুল করীমের
অপরদিকে, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সদস্যের মধ্যে উপস্থিত রয়েছেন, উপপরিচালক দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরো মিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ঢাকায় চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।