Apan Desh | আপন দেশ

‌‌‘প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২৩, ২৭ এপ্রিল ২০২৫

‌‌‘প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ শেষে ব্রিফ করছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংখ্যালঘু ও নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট হয়েছে। এ তথ্য জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে মগবাজারে জামায়াতের অফিসে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক আলোচনা হয়েছে।
  
নায়েবে আমির বলেন, নারী ও পুরুষ প্রত্যেকের অধিকারের ব্যাপারে জামায়াত অত্যন্ত সচেতন। তবে যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে জামায়াত। সব মিলিয়ে সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইইউ সন্তুষ্ট হয়েছে।
  
এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার টাইমলাইনের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে জামায়াত। নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে জামায়াত সিসিটিভি ক্যামেরার দাবি করেছে। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ভারসাম্য চায় জামায়াত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়