Apan Desh | আপন দেশ

হাসিনার দোসরকে সুরক্ষায় উপদেষ্টা আসিফ কেন, প্রশ্ন মারুফ কামালের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:০৭, ২৭ এপ্রিল ২০২৫

হাসিনার দোসরকে সুরক্ষায় উপদেষ্টা আসিফ কেন, প্রশ্ন মারুফ কামালের

উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—এমন প্রশ্ন তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

রোববার (২৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এ অভিযোগ তুলেছেন।

মারুফ কামাল খানের পোস্ট পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—হাসিনার ফ্যাসিস্ট রেজিমবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আমার পরিচয় নেই। তার সঙ্গে ভালো জানা শোনা আছে এমন কেউ থাকলে সাড়া দেবেন দয়া করে।

কী কাজ তার কাছে আমার তা বলছি।

আসিফ মাহমুদ নিয়ন্ত্রিত এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এক কর্মকর্তা ছিল হাসিনার খুব অনুগত দোসর। ২০২৩ সাল থেকে সেই মহাচোর ও দুর্বৃত্তটি একই পদে বহাল আছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সে উপদেষ্টা আসিফের নাম ভাঙ্গিয়ে সেখানে দোর্দণ্ডপ্রতাপে রাজত্ব করছে। ফ্যাসিস্ট রেজিমের ঘেঁটু ওই দুর্নীতিবাজকে উপদেষ্টা কেন সুরক্ষা দেবেন? কোন স্বার্থে?

ওর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ ও তথ্যপ্রমাণ আছে। এক্ষুনি ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। ওকে ছাড়া যাবে না। বর্তমান সরকারের নীতিনির্ধারকগণ, প্রধান উপদেষ্টার অফিস ও ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতাদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হতে পারে।

ওই পোস্টে কমেন্টে বন্যা সিদ্দিকী নামের একজন লেখেন, এ সরকারের মন্ত্রিসভার লোকগুলো শুধু বদলেছে। বাকি সব স্বৈরাচারের লোকেরা বহাল তবিয়াতেই আছে।

শরিফুল ইসলাম নামের আরেকজন লেখেন,পুরো সচিবালয়ে হাসিনার দোসর রা!

রবিউল হাসান সবুজ লেখেন, উপদেষ্টা জেনেও যদি না জানার ভান করে থাকেন, অদূর ভবিষ্যতে তাদের আইনের কাঁঠগড়ায় দাঁড়াতে হবে। আশা করি উপদেষ্টা পদক্ষেপ নেবেন।  

লুৎফুল হাই ভূঁইয়া লেখেন, উপদেষ্টা তথ্যটি পেয়ে থাকার কথা। এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করিলে, উপদেষ্টার বিরুদ্ধে কলমের যুদ্ধ চলবে!

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়