Apan Desh | আপন দেশ

সবাইকে একমত হতে হবে, এটাও বাকশালী চিন্তা: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৪৭, ২৭ এপ্রিল ২০২৫

সবাইকে একমত হতে হবে, এটাও বাকশালী চিন্তা: আমীর খসরু

আপন দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই।

রোববার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, আমরা দেশে বাকশাল করতে যাচ্ছি না। সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে- এটা তো একটা বাকশালী চিন্তা। যেটা শেখ হাসিনা করেছিলেন।

বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দর্শন, চিন্তা-ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে, সেটা আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐকমত্য হয়েছে, সে বিষয়গুলো কেনো জাতির সামনে তুলে ধরা হচ্ছে না- এটাই প্রশ্ন।

তিনি বলেন, আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না, কোথায় ঐকমত্য হয়েছে। আমি বলবো, জাতিকে জানান কোথায় ঐকমত্য হয়েছে? জাতি জানুক এবং ওই ঐকমত্যের ভিত্তিতে আমরা সনদে সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাই। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই।

আরওপড়ুন<<>>হাসিনার দোসরকে সুরক্ষায় উপদেষ্টা আসিফ কেন, প্রশ্ন মারুফ কামালের

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের রোডম্যাপ না দেয়ার জন্য আজকে জনগণের মধ্যে যে সংশয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, এটা আগামী দিনের নির্বাচন প্রক্রিয়ার জন্যে ভালো কিছু বয়ে আনবে না। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে- জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে, জাতি গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তার মাধ্যমে আপনি গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যাবেন, এটা জাতিকে জানতে হবে। এটার জন্য দেশের ভেতরে প্রস্তুতি আছে, দেশের বাইরে প্রস্তুতি আছে। পার্থ যেটা বলেছে যে বিনিয়োগকারীরা যারা আসছে তাদের সবার একটা প্রশ্ন বাংলাদেশে নির্বাচন কবে হবে।

আজ বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর সমন্বয়ে গঠিত লিয়াজোঁ কমিটির সঙ্গে বিজেপি বৈঠকে বসে।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মহাসচিব মতিন সউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান. সালাহউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান ও ফয়সাল তাহের।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়