
ছবি : আপন দেশ
আওয়ামী লীগ এখন জামায়াত-এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিভাগীয় পর্যায়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ উপলক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ সংবাদ সম্মেলোনের আয়োজন করে।
মোনায়েম মুন্না বলেন, আমরা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছি। আমাদের দল থেকে কোন অপরাধ সংগঠিত হলে সেখানে আমরা টেলিফোন করছি এবং তদন্ত টিম পাঠাচ্ছি। আমরা ইতোমধ্যেই ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় অনেককে নিয়ে এসেছি যারা অসাংগঠনিক কার্যক্রমে জড়িত।
আরও পড়ুন<<>> জামালপুরে ৮ কোটির ট্যাংক পানিশূন্য, উন্নয়নের নামে প্রতারণা!
যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, তারেক রহমানের সুদৃষ্টি থাকার কারণে ৫ আগস্টের পর থেকে আমরা মসজিদে মন্দিরে পাহারা দিয়েছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা পুলিশ স্টেশনেও পাহারা দিয়েছে। দলের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে তা আমরা অস্বীকার করছি না। তবে আমরা বহিষ্কারসহ শাস্তির আওতায় তাদেরকে আনছি।
প্রথম কর্মসূচি- আগামী ৯ মে থেকে ১০ মে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে। এর মধ্যে ৯ মে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।