Apan Desh | আপন দেশ

নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৭, ২৮ এপ্রিল ২০২৫

নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লিখেছেন, শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।

এর আগে নাহিদকে নিয়ে একই রকম পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে তিনি লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলামের। তার বয়স মাত্র ২৬ ও ইতোমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় চরিত্র হয়ে থাকবেন।

আরও লিখেছিলেন, আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। যার হাত ধরে জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিষ্ঠা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়