Apan Desh | আপন দেশ

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: উমামা ফাতেমা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ২৯ এপ্রিল ২০২৫

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: উমামা ফাতেমা

উমামা ফাতেমা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা দাবি করেছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই।

সোমবার (২৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এ কথা জানান তিনি।

আরওপড়ুন<<>>নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন হাসনাত আব্দুল্লাহ

উমামা তার পোস্টে লিখেছেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এ দলটির সঙ্গে আছে। 

তবে ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়