ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ মঙ্গলবার। রাত ৮টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন কমিশনারের চিঠির বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়াও রোজায় চলমান আন্দোলনের সফলতা-ব্যর্থতাসহ সাংগঠনিক বিষয় স্থান পাচ্ছে আলোচনায়।
এর আগে গত ২০ মার্চ দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে।
আরও পড়ুন <> ইসির চিঠিতে ‘কৌশল’ দেখছে বিএনপি
এদিকে গত ২৩ মার্চ বৃহস্পতিবার বিএনপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনার কাজী হাববুল আওয়াল। তাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে।
চিঠি পাওয়ার পর অনুষ্ঠানিক মতামত জানালেও সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত: এই নির্বাচন কমিশনকেই মানতে নারাজ বিএনপি। কমিশন পুনর্গঠনের আন্দোলনে আছে দলটি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।