Apan Desh | আপন দেশ

নির্বাচনের প্রস্তুতি নিতে জাপা নেতাকর্মীদের বললেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ৪ মে ২০২৩

নির্বাচনের প্রস্তুতি নিতে জাপা নেতাকর্মীদের বললেন রওশন এরশাদ

ফাইল ছবি : রওশন এরশাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, বিরোধীদলীয় এ নেতা বলেন, বিরোধ নয়, ঐক্য গড়ে তুলুন।  

বৃহস্পতিবার (৪ মে) গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক লোকের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

সভায় রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ধ্বংস, হরতাল, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি পরিহার করে। আমরা বিরোধীদল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করে আসছি ও আগামীতে তাই করবো। সরকারের ভালো কাজকে আমরা প্রশংসা করবো।

এসময় দলীয় নেতাকর্মীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করার আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় এ নেতা বলেন, বিরোধ নয়, ঐক্য গড়ে তুলুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, রাহ্গির আল মাহি সাদ এরশাদ, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ প্রমুখ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়