ফাইল ছবি
প্রায় ১২ বছর ধরে ‘নিখোঁজ’ আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের দুইবারের সাবেক এই সংসদ সদস্য সিলেট জেলা বিএনপির সভাপতিও ছিলেন।
ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। ‘নিখোঁজের’ পর থেকে বিএনপির অভিযোগ, সরকার তাঁকে ‘গুম’ করে রেখেছে। আর রাজনীতির মঞ্চে সরকার দলীয়রা অভিযোগ করেছেন, ইলিয়াস আলী নিজেই পলাতক রয়েছেন। কেউ বলছেন, ইলিয়াস আলীকে লুকিয়ে রেখে রাজনীতিক ফায়দা নিচ্ছে বিএনপি।
পাল্টাপাল্টি দোষারূপের ৯ বছর পর ‘তথ্য বোমা’ ফাটান সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আবিষ্কার করেন ইলিয়াস আলী ‘নিখোজ’ এর তত্ব। আর আবিষ্কৃত তথ্য ফাঁস করে দলের হাইকমাণ্ড থেকে কারণ দর্শানো নোটিশও পেয়েছিলেন।
দু’বছর পর এবার নতুন তথ্য প্রকাশ করলেন দলের দ্বিতীয় প্রধান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা আব্বাসের ফাঁস করা তথ্য
দু’বছর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল বিকেলে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপির কেউ জড়িত রয়েছেন বলে তথ্য প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান অতিথি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে মির্জা আব্বাস তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ছিলেন একজন স্বাধীনচেতা, দেশপ্রেমিক সাহসী নেতা। এখানে আমাদের দলের মহাসচিব আছেন, তাকে বলতে চাই, ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যে বদমাইশগুলো রয়েছে, তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।’
মির্জা আব্বাস জানান, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই বিষধর সাপগুলো এখনো আমাদের দলে রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে বিতাড়িত করতে না পারি, সামনে এগুতে পারবেন না কোনো অবস্থাতেই। ইলিয়াস যে রাতে গুম হন, ওই রাত দেড়টা-পৌনে ২টার দিকে খবর পাই। তাৎক্ষণিকভাবে আমার পরিচিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে জানায়, তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যে পুলিশ কর্মকর্তাদের সামনে থেকে নেয়া হলো, সেই পুলিশ কর্মকর্তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই খবরটা আপনারা (উপস্থিত নেতৃবৃন্দ) জানেন না। সেই গাড়িতে যে কয়জন পুলিশ কর্মকর্তা ছিল, তাদের আজও পাওয়া যায়নি। যেহেতু ইলিয়াস আলীর গাড়িচালককেও পাওয়া যায়নি। তাহলে এই কাজটি করল কে?’
মির্জা ফখরুল যে তথ্য দিলেন
আজ শুক্রবার (৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সেমিনারে তিনি ‘হয়তো’ শব্দ ব্যবহার করে নতুন তথ্য প্রকাশ করেন।
গুম প্রসঙ্গ না টানলেও তিনি বলেন, সরকার ন্যায্য হিস্যা নিয়ে কোনো প্রতিবাদ করে না, বরং টিপাইমুখ নিয়ে প্রতিবাদ করায় হয়তো বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন।
তিনি বলেন, আমাদের জীবন-জীবিকার সঙ্গে যে বিষয়গুলোর অবিচ্ছেদ্য সম্পর্ক, সেগুলোকে আমরা নিজেরাই ধ্বংস করছি। তিস্তা নিয়ে সরকার ভারতের সঙ্গে কোনো কথা বলেনি। ফলে উত্তরাঞ্চল মরুভূমিতে রূপান্তর হতে যাচ্ছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।