ফাইল ছবি
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর। বৈঠকটি হয়েছে অনেকটা চুপিসারেই। তাদের কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। আজ বুধবার ( ১৭ মে) লুইস-নুরের কী কথা হলো?
বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন ভিপি নুর। তিনি বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি’। এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
নুরের ঘনিষ্টজন সূত্রে জানা গেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। তাতে নির্বাচন, রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রত্যাহার, আন্দোলনসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রাজপথে আন্দোলনরত বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।