Apan Desh | আপন দেশ

‘বর্তমান সরকারের পতন ঘটাতে না পারলে দেশে গণতন্ত্র থাকবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৫ জুন ২০২৩

আপডেট: ২০:১৭, ৫ জুন ২০২৩

‘বর্তমান সরকারের পতন ঘটাতে না পারলে দেশে গণতন্ত্র থাকবে না’

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে না পারলে এদেশে গণতন্ত্র থাকবে না। বাকশালের নামে আওয়ামী লীগ থাকবে।

সোমবার ( ৫ জুন) দুপুরে ঢাকার নবাবগঞ্জে ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

জিএম কাদের বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। দেশের প্রশাসন,মানবাধিকার কমিশন, ইলেকশন কমিশন সহ সবই এখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিনত হয়েছে। এমনকি বিচার ব্যবস্থা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে।

জিএম কাদের বলেন, বর্তমান সরকার বিদ্যুত দেয়ার নাম করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশে বিদ্যুতের ভয়াবহ অবস্থা। একদিকে তাপদাহ অন্যদিকে বিদ্যুৎ না থাকায় মানুষের অবস্থা এখন চরমে। বিদ্যুতের জন্য মানুষ এখন হাহাকার করছে। মানুষের কাছে সরকারের কোন বিদ্যুৎ বিল পাওনা নেই। কিন্তু সরকারের এখন গ্যাস কেনার টাকা নেই, কয়লা কেনার টাকা নেই। কুইক রেন্টালের নামে সরকার তাদের নিজেদের লোকের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে এই টাকা বিদেশে প্রচার করছে। 

 তিনি বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের ব্যয় করা হয়েছে ১ লক্ষ ৩৫হাজার কোটি টাকা। একই ধরনের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে ভারতে মাত্র খরচ হয় ৩০ হাজার কোটি টাকা। 

জি এম কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগ মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বোকা বানাচ্ছে। তারা বলে বেড়াচ্ছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু আসলে বিদেশ এবং দেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে এ সেতু নির্মাণ করা হয়েছে। 

ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপিসহ জাপার  প্রেসিডিয়াম সদস্য ঢাকা জেলার ৭ থানার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। 

আপন দেশ/এমআর/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়