Apan Desh | আপন দেশ

সরকার বহির্বিশ্বকে ভয় পায়, জনগণকে না: আব্দুস  সালাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ১১ জুন ২০২৩

আপডেট: ২০:৪১, ১১ জুন ২০২৩

সরকার বহির্বিশ্বকে ভয় পায়, জনগণকে না: আব্দুস  সালাম

ছবি : আপন দেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার দেশের জনগণকে ভয় না। তারা বহির্বিশ্বকে ভয় পায়।

রোববার (১১ জুন) বিকেলে রাজধানীর গোপীবাগে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আব্দুস সালাম আরও বলেন, স্যাংশন, ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার অস্থিরতায় ভূগছে। সরকার জনগণের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আত্মচিৎকার আমলে নেননি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। কিন্তু যখন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে বহির্বিশ্ব চাপ দিচ্ছে তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে।

সালাম বলেন, সরকার জনগণের কষ্ট নিয়ে তামাশা করছে। বিদ্যুৎ নেই, ডলার সংকট, ব্যাংকে টাকা নেই। ঘোষিত বাজেটের ৪২ শতাংশই ভূর্তকি। তারপরও সরকারের দাম্ভিকতা কমে না। এ সরকার লাজলজ্জা হীন সরকার। 

সভাপতির বক্তব্যে ইশরাক বলেন, দেশবাসী শপথ নিয়েছে যতদিন জনগণ ভোটের অধিকার ফিরে পাবে না, গণতন্ত্র পুনরুদ্ধার হবে না ততদিন আমরা রাজপথ ছাড়বো না। বিএনপি অন্ধকার পথে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠ ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, মহানগর নেতা ফরিদ উদ্দিন, মকবুল ইসলাম খান টিপু, ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মিরু, গোলাম মোস্তফা সাগর, ওমর নবী বাবু, হাজী মো. নাজিম, পাভেল সিকদার প্রমুখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়