ছবি : আপন দেশ
বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশালে এক সংবাদ সম্মেলনে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এ ঘোষণা দেন। এ সময় সিলেট ও রাজশাহীর নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার ( ১৬ জুন) জেলা-মহানগরে বিক্ষোভের ঘোষণা দেন সৈয়দ রেজাউল করিম।
তিনি বলেন, আমরা বারবার সরকার ও ইসিকে বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু তারা তাদের চরিত্র থেকে ফিরে আসেনি। বাস্তবতা হলো- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর দুইবার হামলা করে তাকে জখম করা হয়েছে। আমরা এই হামলার ধিক্কার জানাই। একইসাথে আমরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি।
সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনে অনিয়মের কারণেই আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি।
আপন দেশ/ এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।