ছবি: আপন দেশ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন দলটির স্থায়ী কমিটির ছয় সদস্য। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রবেশ করেন। রাতে ১০টার দিকে তারা বেরিয়ে আসেন।
পরে গেইটের সামনে অপেক্ষামান সাংবাদিকদের কাছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, এটা একটা সৌজন্যমূলক সাক্ষাত ছিলো ঈদ উপলক্ষে। এই সাক্ষাতে কেনো রাজনৈতিক আলাপ হয় নাই। আমরা উনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, উনি কেমন আছেন জানতে চেয়েছি। উনিও আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
নেতা হিসেব দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছি আমরা। বিএনপি চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার বলেন, শারীরিকভাবে উনার উন্নতি হয়েছে এটা বলা যায় না। উনার ট্রিটমেন্ট আগে যেভাবে ডাক্তাররা এডভাইস করেছে এরকম আমরা আজকে উনাকে যতটুকু দেখেছি, উনার চিকিৎসা বাইরে এডভান্স সেন্টারে একান্তভাবে প্রয়োজন।
কারাভোগের থেকে শর্তসাপেক্ষে মুক্ত হয়ে ‘ফিরেোজা‘য় উঠার নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করার সুযোগ পায় না। শুধুমাত্র দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও রয়েছেন। ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী,ইকবাল হাসান মাহমুদ টুকু দেশে বাইরে রয়েছেন। অপর সদস্য সালাহউদ্দিন আহমেদ রয়েছেন ভারতের মেঘালয়ে। এছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডনে অবস্থান করছেন।
তারা দলীয় প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মোঠোফোনে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।