ছবি: আপন দেশ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১০ জুলাই) বেলা ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG-322 ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
রওশন এরশাদ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে তার ছেলে রাহ্গির আলমাহি এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদও রয়েছেন।
এর আগে দীর্ঘ ৫ মাস থাইল্যাণ্ডে চিকিৎসা শেষে গত বছরের ২৭ নভেম্বর দেশে ফিরেছিলেন তিনি।
এদিকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা তার আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
আপন দেশ/ এমআর/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।