ছবি: আপন দেশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কারও সমর্থন পায়নি। মার্কিন প্রতিনিধিরাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি। তারা কিছুদিন পরপর একদফা দাবি তোলে।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ইউজি ক্যাম্পাসে বিশেষ কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এর আগেও বিএনপি নানা ধরনের ঘোষণা দিয়েছিল কিন্তু তারা হালে পানি পায়নি। সাপ যেমন খোলস বদলায় বিএনপিও তেমিন একদিন পরপর খোলস বদলায়।
আরও পড়ুন: বিএনপির আন্দোলন গরুর হাটে মারা গেছে: তথ্যমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, অন্য প্রাইভেট ইউনিভার্সিটির থেকে এ ভার্সিটির কিছুটা তফাৎ রয়েছে। কারণ এখানে অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসেন। এখানে আফগানিস্তান, মিয়ানমার, থাইল্যান্ডসহ আরও অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসেন। এখানে মেধাবী শিক্ষার্থীদের সর্ম্পূণ ফ্রি পড়ার বৃত্তি প্রদান করা হয়। '
অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য রুবানা হকের সভাপতিত্বে উপ-উপাচার্য ডেভিড টেইলর, কম্পিউটার সায়েন্স ব্রিজ প্রোগাম-এর পরিচালক অধ্যক্ষ শাম্স আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।