ফাইল ছবি
‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ শিরোনামে রাজধানী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ আওয়ামী লীগ দেশের আট বিভাগে শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। এর মধ্যে আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
একই দিনে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে অনুরূপ কর্মসূচি পালিত হবে। আগামীকাল বুধবার বিকাল ৩টায় রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলছেন, ব্যাপক উপস্থিতির মাধ্যমে এই কর্মসূচিতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং বিএনপি-জামায়াত সরকারের আমলের ‘অপকর্ম’ তুলে ধরার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে তৃণমূলে যে দলীয় বিভেদ রয়েছে, তা দূর করে একই ব্যানারের সামনে আনারও প্রয়াস থাকবে।
আরও পড়ুন <<>> বিএনপির আন্দোলন গরুর হাটে মারা গেছে: তথ্যমন্ত্রী
আজ বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা শুরু হবে। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের পর শোভাযাত্রা শুরু হবে। এটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের সামনে হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার দৃশ্যমান বিষয়গুলো তুলে ধরে শোভাযাত্রা করবে। একই থিম নিয়ে বুধবার ঢাকা মহানগর শোভাযাত্রা হবে। এতে ব্যাপক নেতাকর্মী এবং জনগণের উপস্থিতি হবে বলে আশা করছি।
আরও পড়ুন <<>> বিএনপি ক্ষমতা চায়, কিন্তু নির্বাচনকে ভয় পায়: ওবায়দুল কাদের
একই দিন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় অনুরূপ কর্মসূচি থাকবে। তবে এসব শোভাযাত্রার সময় ও স্থান স্থানীয় নেতারা ঠিক করবেন বলে জানানো হয়।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সব জেলায় নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যাপক জনসমাগম এবং শৃঙ্খলা অক্ষুন্ন রেখে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রা সফল করার প্রস্তুতি নেয়া হয়েছে। রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন জানান, কর্মসূচিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিএনপি যে সহিংসতা, ষড়যন্ত্র, মিথ্যাচার ও নির্বাচনের বিরুদ্ধে অপ্রচার করেছে তা তুলে ধরার নির্দেশনাও দেয়া হয়েছে।
আগামীকাল বুধবার (১৯ জুলাই) ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। এটি বাস্তবায়ন করবে মহানগর উত্তর আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেবেন। এদিন রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে অনুরূপ কর্মসূচি পালন করবে স্থানীয় আওয়ামী লীগ। উভয় কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।