Apan Desh | আপন দেশ

আমার ওপর হামলার সময় প্রশাসন নিশ্চুপ ছিল: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ১৭:২৪, ১৯ জুলাই ২০২৩

আমার ওপর হামলার সময় প্রশাসন নিশ্চুপ ছিল: হিরো আলম

ছবি: আপন দেশ

গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে টাকা দিয়ে এক পক্ষ ভোট কিনেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই সঙ্গে ৮-১০ বছরের মেয়েদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। একটি মেয়ে একাই ৫০টা ব্যালট পেপারে সিল মেরেছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর আশকোনায় অবস্থিত আর রাহা হাসপাতালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী।

হিরো আলম বলেন, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আমাকে ইচ্ছা করেই হারানো হয়েছে। আমার ওপর যখন হামলা হয়, তখন প্রশাসন নিশ্চুপ ছিল। সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত তাহলে আমি হামলার হাত থেকে রক্ষা পেতাম।

তিনি বলেন, আমার জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী। হামলাকারীদের সবাইকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কিছু লোককে তারা আটক করেছে, যারা হামলা করেনি। কিন্তু মূল হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশ এ বিষয়টা দেখছে ও বিবৃতি দিচ্ছে- এটা একটা ভালো দিক। আমার কথা হলো, আমাকে যদি কারোর পছন্দ না হয় তাহলে ভোট দেবেন না। কিন্তু আমার গায়ে হাত তোলার অধিকার কাউকে দেওয়া হয়নি।’

রাজনৈতিক দলে অংশগ্রহণ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আগেও একা ছিলাম, এখনো একা আছি। প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করব।’

তিনি বলেন, ‘সেদিন বাড়িতে যাওয়ার পর দেখি সারা শরীরে দাগ। বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। আপাতত কিছুটা সুস্থ হয়েছি।’

আপন দেশ/ এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়