Apan Desh | আপন দেশ

বাংলাদেশ বলেই পশ্চিমারা মগের মুল্লুক পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ২১:২৩, ১৯ জুলাই ২০২৩

বাংলাদেশ বলেই পশ্চিমারা মগের মুল্লুক পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ বলেই পশ্চিমারা একটা মগের মুল্লুক পেয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। 

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বুধবার১৯ জুলাই) ঢাকাস্থ প‌শ্চিমা মিশনগু‌লো যৌথ বিবৃতি দিয়েছে। 

বিদেশি মিশনগুলোর এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে বুধবার নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এটা সম্পর্কে (বিবৃতি) আমি জানি না। আমি বলতে চাই, আমেরিকার নিউইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। তারা কী স্টেটমেন্ট দেয় কখনও? জাতিসংঘ কখনও বলেছে, আমেরিকাতে লোক মরে যায় কেন?

>>> আরও পড়ুন: আমার ওপর হামলার সময় প্রশাসন নিশ্চুপ ছিল: হিরো আলম

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফের প্রসঙ্গ টেনে মোমেন বলেন, একটা বাঙালি ছেলে মারা গেল। এতদিন হলো জাতিসংঘ কখনও বলেছে, ওই ঘটনার তদন্ত কতদূর হয়েছে? কিংবা রাষ্ট্রদূতরা দল বেধে কোনো বিবৃতি দিয়েছেন?

গণমাধ্যমকে উদ্দেশ করে ড. মোমেন বলেন, আপনারা কেন জিজ্ঞেস করেন না (পশ্চিমা দূতদের)? প্রতিদিন লোক মারা যায়, তখন তারা কোনো স্টেটমেন্ট দেয় না। আর বাংলাদেশ বলেই একটা মগের মুল্লুক পেয়েছে; এটা গ্রহণযোগ্য নয়।

>>> আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা: ইইউসহ ১২ দেশের নিন্দা, তদন্ত দাবি

হিরো আলমের ওপর হামলার ঘটনায় বুধবার মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠানো বিবৃ‌তিতে বলা হয়,

‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন।

আপন দেশ/এমআর/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়