Apan Desh | আপন দেশ

রাজধানীতে কাল শোক র‌্যালি করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ১৯ জুলাই ২০২৩

আপডেট: ২০:৫৫, ১৯ জুলাই ২০২৩

রাজধানীতে কাল শোক র‌্যালি করবে বিএনপি

-ফাইল ছবি

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীতে শোক র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচিতে হামলায় দলটির এক কর্মী নিহতের ঘটনায় এ কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। যারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে। তাদের বিচার হবে এই দেশের মাটিতে।

‘ইউরোপ-আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমরা তো তাদের (যুক্তরাষ্ট্র-ইইউ প্রতিনিধি) দাওয়াত করে আনিনি। শুধু বিএনপি নয়, সারাবিশ্বই সুষ্ঠু নির্বাচন চায়। এদেশে নির্বাচন হয় না, গুম-খুন হয় এ কারণে তারা আসছে।

তিনি বলেন, গতকাল (১৮ জুলাই) দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যে সব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।

‘পুলিশের সবাই খারাপ নয়’ উল্লেখ করে তিনি বলেন, তবে যারা এসব করছেন তাদের সাবধান হন।

>>> আরও পড়ুন: লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষে যুবদল কর্মীসহ নিহত ২

এর আগে বেলা ১১টায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন হয়। শেষ হয় যাত্রাবাড়ী চৌরাস্তা এসে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুলাই) লক্ষ্মীপুরে পদযাত্রা ও শোভাযাত্রায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলি, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বিকেল ৫টার দিকে শহরের আধুনিক হাসপাতালের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সজিব (২৫) নামে এক যুবদল কর্মীসহ দু'জন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশ কর্মকর্তা, উভয় দলের নেতাকর্মী আহত হয়েছেন শতাধিক।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়