ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় কারওয়ান বাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। সে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন।
এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে অনুমোদন পেলে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
নুর উদ্দিন বলেন, হিরো আলমকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম তালুকদার মাসুদ।
আরও পড়ুন <<>> হিরো আলমের ওপর হামলায় ৭ জন আটক
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে আরও ১০-১২ জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তেজগাঁওয়ের শ্রমিক লীগ নেতা মো. লিটনও রয়েছেন। রাজধানীসহ বিভিন্ন স্থানে তাদের ধরতে অভিযান চলছে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনার দুই আসামি মানিক গাজী ও আলামিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এ নিয়ে মামলায় চারজনের রিমান্ড মঞ্জুর হলো।
গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। ওই দিন বনানী বিদ্যানিকেতন স্কুলের কেন্দ্রের বাইরে হামলার শিকার হন হিরো আলম। হামলার পর তাকে দুই দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বনানী থানায় মামলা করেন।
বিচার বিভাগীয় কমিটি করতে চায় ইসি
এ হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি হতে পারে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন সংক্রান্ত নথি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে সরকার। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে কমিশনের প্রস্তাবনা পাঠানো হবে। এর পর সরকারের পক্ষ থেকেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।