ফাইল ছবি
আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী তিন সংগঠন সমাবেশও একদিন পেছাল। দলের দরফ থেকে জানানো হয়েছে আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
এর আগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে শান্তি ও উন্নয়ন সমাবেশে করতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের অনুমতি চায় সংগঠনগুলো। মঞ্চ করেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। কিন্তু অনুমতি পায়নি ক্ষমতাসীনদের তিন সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ চেয়েছিল তারা। সেখানেও মেলেনি অনুমোদন।
পরে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবশে করতে পরিদর্শনও করেন। পরিবেশ অনুকূলে হলে সেখানে যৌথ সমাবেশ করবে বলে জানানো হয়। কিন্তু রাতে নতুন সিদ্ধান্ত আসে।
এর আগে, বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের নতুন এই তারিখ ঘোষণা করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।