ছবি: আপন দেশ
দুই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ কেরানীগঞ্জে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার ভোর থেকে বুড়িগঙ্গা নদীতে চলাচলকারী নৌকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধাানীর প্রবেশ পথে বসানোহয়েছে একাধিক তল্লাসী চৌকি।
যমুনা পরিবহনের বাসের চালক মো. আব্দুল মতিন বলেন, ফরিদপুর ভাঙ্গা থেকে আমাদের গাড়ি আসে। কদমতলী আসতে তিনটি স্পটে পুলিশ তল্লাশি চালিয়েছে। বিএনপির কর্মী সন্দেহে কিছু যাত্রীর মোবাইল চেক করেছে।
বুড়িগঙ্গায় চলাচলকারী নৌকার মাঝি ইমান আলী বলেন, ভোর থেকে বুড়িগঙ্গা নদীতে নৌকা চালাতে নিষেধ করে দেয় পুলিশ। আজ বেকার বসে আছি। সমাবেশ শেষ হলে আবার চেড়ে দেয়া হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, গত দুই দিনে কেরানীগঞ্জ থেকে অর্ধশতাধিক নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর আশিকুর রহমান বলেন, আটক করা হয়েছে এটা বলতে পারি। কিন্তু কতজন আটক হয়েছে তা এখন বলতে পারছি না। পুলিশ মাঠে কাজ করছে।
এদিকে আমিন বাজার, গাবতলীসহ বিভিন্ন এলাকায় তল্লাসী চৌকি বসানো হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।